বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের চা-বাগান ও পাহাড়ি এলাকায় একটি ক্ষুদ্র, প্রাচীন এবং ঐতিহাসিক জনগোষ্ঠী খারিয়া আজ অস্তিত্ব সংকটে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতের বিভিন্ন রাজ্য থেকে চা বাগানে শ্রমিক হিসেবে আনা এ জনগোষ্ঠী এখন মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন চা-বাগানে স্থায়ীভাবে বসবাস করছে। খারিয়া ভাষা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ভাষা। কিন্তু এখন এ ভাষা এবং তাদের স্বতন্ত্র সংস্কৃতি জাতীয় জীবনের মূলস্রোতে মিশে গিয়ে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোচ্ছে। খারিয়া জনগোষ্ঠী মূলত পূর্ব-মধ্য ভারতের একটি অস্ট্রো-এশিয়াটিক আদিবাসী জাতিগোষ্ঠী। তারা তিনটি উপ-গোষ্ঠীতে বিভক্ত- দুধ খারিয়া, ঢেলকি খারিয়া ও পাহাড়ি খারিয়া। এদের মধ্যে দুধ খারিয়ারা শিক্ষাগতভাবে এগিয়ে। ভাষাবিজ্ঞানী পল সিডওয়েলের মতে, প্রায় ৪০০০ বছর আগে অস্ট্রো-এশিয়াটিক ভাষাভাষীরা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ভারতের ওড়িশা উপকূলে এসে পৌঁছায় এবং পরে স্থানীয় জনগণের সঙ্গে মিশে যায়। আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০-১৫০০...