পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। চিতলমারী থানার ওসি এস.এম শাহাদাৎ হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। দাদা নাতিকে বাঁচাতে গিয়ে নিজেও পানিতে ডুবে মারা যান, যা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। অস্বাভাবিক মৃতরা হলেন শিবপুর উত্তরপাড়া গ্রামের মো. শাহাজাহান মোল্লা (৯৫) ও তার নাতি নুর কাদের মোল্লা (৯)। নুর...