২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে হাজার বছর ধরে সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে আসছে। আমরা আগামীতেও এমন সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই। শুক্রবার বিকাল ৫টায় সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমানের নির্দেশে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ তিনি আরও বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার এই বাংলাদেশ। এই বাংলাদেশ গঠন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ...