২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ফরিদপুরের সদরপুরে নিজের পাঁচ বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যা করে গলায় রশি নিয়ে মায়ের আত্মহত্যার একটি মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহতরা হলেন উপজেলার পূর্বকান্দি গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম (২৩) তার ছেলে হুজাইফা(৫)। সুমাইয়া গর্ভবতী ছিলেন। এবং আগামী ২৬ তারিখে তার ডেলিভারি হওয়ার কথা ছিল। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম তার শিশু ছেলে হুজাইফাকে গলাকেটে হত্যা করে ফেলে রাখে। পরে তিনি গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে...