সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি হিসেবে আবারও সামনে এসেছে আবাসন সংকট। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যকণিকা অনুযায়ী, ১৯৫৩ সালের ৬ জুলাই রাজশাহী কলেজ, বড়কুঠিসহ বিভিন্ন স্থানে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শুরুতে শিক্ষার্থী ছিলেন মাত্র ১৬১ জন। ১৯৫৮ সালে মতিহারে স্থায়ী ক্যাম্পাস গড়ার উদ্যোগ নেওয়া হয় এবং ১৯৬৪ সালে ৭৫৩ একর জায়গাজুড়ে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১২ অনুষদের আওতায় ৫৯টি বিভাগ ও ৬টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে। শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩০ হাজার। তবে ১৭টি আবাসিক হল ও একটি আন্তর্জাতিক ডরমিটরিতে থাকার সুযোগ পাচ্ছেন মাত্র ৯ হাজার ৬৭৩...