চট্টগ্রামের মীরসরাইয়ের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বারইয়াহাট পৌর এলাকায় ময়লা আবর্জনার স্তুপ। যা চলতি পথে পৌরবাসীকে দেয় অস্বস্তি। আশপাশের বাতাসেও দুর্গন্ধ। কোন কোন স্থান এতোটাই অস্বাস্থ্যকর যে সুস্থ মানুষও যেন অসুস্থ হওয়ার উপক্রম। সম্প্রতি বারইয়াহাট পৌরসভার ময়লা আবর্জনা নিয়ে সামাজিক যোযোগ মাধ্যমে বেশ সমালোচনা চললে পৌর প্রশাসন সোমাইয়া আক্তার তা অপসারণের উদ্যোগ নিয়ে ও দুসপ্তাহের মধ্যেই সেই পুরোনো চিত্র পরিলক্ষিত। আবার মহাসড়কের পাশেই দৃশ্যমান হতে শুরু করেছে ময়লার ভাগাড়। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে দেশের লাইফলাইন বলা হয়। কিন্তু এই মহাসড়কের পাশেই বারইয়াহাট পৌর এলাকায় মহাসড়কের এখন দু’পাশেই কয়েকটি ময়লা ফেলার ভাগাড়। এর পাশ দিয়ে শিক্ষার্থী, রোগী, সুস্থ মানুষ, যানবাহন সকলেই চলছে নীরবে সব সহ্য করে। কিছুদিন পর পর লেখালেখি হলে প্রশাসন তৎপরতা দেখায়, একটু পরিস্কার করিয়ে কয়েকদিন পর আবার আগের চিত্রই...