সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। যমুনা নদীসহ জেলার সকল অভ্যান্তরীন ফুলজোড় ইছামতিসহ বিভিন্ন নদীতে খাচায় মাছ চাষ হচ্ছে। এ ধরনের আড়াই হাজারের অধিক খাচায় মাছ চাষ করা হয়। লাভের পরিমান বেশি হওয়ায় জনপ্রিয়তা বাড়ছে। খাচা পদ্ধতিতে মাছ চাষ প্রতি বছর বাড়ছে। কারণ এই পদ্ধতিতে মাছের পোনা খাচায় ছাড়ার পর তা খাচার মধ্যেই থেকে যায়। খাচার বাইরে যাবার সুযোগ নেই। অধিক লাভ হওয়ায় এই পদ্ধতিতে মাছ চাষীর সংখ্যা প্রতি বছর বাড়ছে। এখন অনেক বেকার যুবক খাঁচায় মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে বলে জানা গেছে। তাদের সাফল্যে আরো অনেক বেকার যুবক মৎস্য চাষে আগ্রহী হয়ে উঠেছে বলে স্থানীয় মৎস্য অফিস সূত্রে জানা গেছে। স্থানীয় মৎস্য অফিস সূত্রে আরো জানা যায় এব্যপারে তারা খাঁচায় মৎস্য চাষে উদ্বুদ্ধ করা সহ নানা প্রশিক্ষনের...