বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪ বস্তা চালসহ ১২০ বস্তা চাল জব্দ এবং শাহিদা বেগম নামের এক ডিলারের গুদামঘর সিলগালা করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার,(১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এ নির্বাহী ম্যাজিস্ট্রেট এই চালের বস্তা জব্দ করেন। জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নেয়া হচ্ছিল। স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় আদমদীঘি সদর থেকে মুরইল বাজারে দুইটি অটোরিকশা ভ্যানযোগে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেয়া হচ্ছিল ৩৪ বস্তা চাল। স্থানীয়রা বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি হাসপাতালের সামনে ওই দুইটি অটোরিকশা আটক করে। খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল আদমদীঘি পশ্চিম বাজারের একটি গুদাম থেকে পাচার করে মুরইল বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জুলফিকার ও তৌফিকসহ স্থানীয়রা দাবি করেন। চালের ডিলার শাহিদা বেগমের স্বামী দুলাল হোসেন দাবি করেন, দুইটি অটোরিকশায় আটককৃত ৩৪ বস্তা চাল তাদের...