সারাদেশে পূজার ১০ দিন আগে থেকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। মন্দিরে ও স্থায়ী-অস্থায়ী মণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গত বছরের মতো সেনাবাহিনীর টহলের দাবি জানিয়েছে তারা। শুক্রবার,(১৯ সেপ্টেম্বর ২০২৫) জাতীয় প্রেসক্লাবে ‘আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব দাবির কথা জানায় হিন্দু মহাজোট। জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত এ গোলটেবিলে মূল বক্তব্য পড়েন- সংগঠনের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে। তিনি বলেন, ‘দেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। নিজ দেশে ভয় ও উৎকণ্ঠা নিয়ে থাকতে হচ্ছে। বিভিন্ন জেলায় মন্দির ও প্রতিমা ভাঙচুরের খবর এসেছে।’ কথিত ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে বলে জানায় হিন্দু মহাজোট। হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে ও হিন্দুবিদ্বেষী মনোভাব আগের চেয়ে বেড়েছে বলে...