বাংলাদেশ-চীন এর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দল ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ শনিবার ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাটি শুরু হবে বিকেল ৪টায়। এই ম্যাচ দেখতে দর্শকদের কোনো টিকেট লাগবে না। বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে। এই ম্যাচের পৃষ্ঠপোষকতা করছে এইচএসবিসি ব্যাংক। বাংলাদেশ অ-১৭ নারী দল সম্প্রতি ভুটান থেকে ফিরেছে। সেই দলের মেয়েরাই মূলত চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলবে। বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘মেয়েরা ছুটি কাটিয়ে এসেছে। আমরা কয়েকদিন প্রস্তুতি নিয়েছি। চীনের নারী ফুটবল অনেক ভালো। আশা করি, একটা ভালো ম্যাচই হবে।’ চীন বর্তমানে নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন। বাংলাদেশে আসা দলটি অবশ্য কোনো জাতীয় বা ক্লাবের দল নয়, বিশ্ববিদ্যালয়ের। ঢাকায় আসা দলের ১৮ জনের মধ্যে...