এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে সেইসব আওয়ামী লীগের নেতারা দেশের মধ্যে যেখানেই থাকুক না কেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং আইনের আওতায় আনতে হবে।শুক্রবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির জাতীয় সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। সে কারণেই যারা বিগত সময়ে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, আয়নাঘরের মত পরিস্থিতি তৈরি করেছে, যারা ২৪ এর অভ্যুত্থানের সময়কালে এবং এরও পূর্বে নানাবিধ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।আখতার হোসেন বলেন, সারাদেশের প্রতিনিধিরা আমাদের দৃষ্টিগোচর করেছেন, গণঅভ্যুত্থানের সময় এবং তারও পূর্বে আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর...