বাণিজ্য ডেস্কঃএখনো অধরা রয়ে গেছেন রিজার্ভ কারসাজির ‘হোতা’ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। অভিযোগ রয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে ডলারের দাম আটকে রেখে এবং সরকারি-বেসরকারি বিদেশি ঋণের অর্থ রিজার্ভে যুক্ত করে তা ফুলিয়ে দেখাতেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারপ্রধান শেখ হাসিনাকে খুশি করতে এবং গভর্নর হওয়ার প্রত্যাশায় এই কৌশল নিয়েছিলেন কাজী সাইদুর। আওয়ামী সরকারের পতনের পর তাঁকে দায়িত্ব ছাড়তে হয়, বর্তমানে তিনি লাপাত্তা। অভিযোগ রয়েছে, কাজী সাইদুরের কারসাজিতে করোনা-পরবর্তী সময়ে রেমিট্যান্স প্রবাহও সাময়িকভাবে বেড়ে যাওয়ায় সংখ্যাটি আরো স্ফীত হয়। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, এটাই পরে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ বাস্তবতা অনুযায়ী যদি ডলারের দাম আগে সমন্বয় করা হতো, তবে আমদানি দায় মেটাতে ব্যাংকগুলোকে এত বিপাকে পড়তে হতো না। অবশেষে ২০২৪ সালে এসে বাধ্য হয়ে টাকার অবমূল্যায়ন...