কানাডার ফেডারেল সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা সিআরটিসির সাম্প্রতিক শুনানিতে মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পোটিফাই স্পষ্ট বার্তা দিয়েছে যে তাদের অনলাইন প্ল্যাটফর্মকে রেডিও স্টেশনের মতো নিয়ন্ত্রণ করলে তা কেবল অপ্রাসঙ্গিকই হবে না, বরং দেশীয় সংগীত শিল্পের উদ্ভাবনী শক্তি ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতাকেও ঝুঁকির মুখে ফেলবে। শুনানিতে স্পোটিফাইয়ের গ্লোবাল মিউজিক পলিসির পরিচালক জিনিয়া ম্যানিং বলেন, “গত শতকের রেডিও নিয়ন্ত্রণ মডেলকে বর্তমান যুগের স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রয়োগ করা মানে নতুন প্রযুক্তিকে পুরনো কাঠামোতে আটকে দেওয়া। এর ফলে উদ্ভাবনের গতি হ্রাস পাবে এবং কানাডিয়ান শিল্পীদের বৈশ্বিক প্ল্যাটফর্মে সাফল্যও হুমকির মুখে পড়বে।” তিনি আরও বলেন, অডিও স্ট্রিমিং সেক্টরে বাজার ব্যর্থতার কোনো প্রমাণ নেই, তাই সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। স্পোটিফাই লিখিত জবাবে উল্লেখ করেছে যে, সিআরটিসির এখতিয়ার নেই অনলাইন প্ল্যাটফর্মের বাণিজ্যিক দর-কষাকষি বা কনটেন্ট লাইসেন্সিং নিয়ে হস্তক্ষেপ...