জরিপের মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)তে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন দাবি করেছেন ৯১•৬ শতাংশ শিক্ষার্থী। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন না চাওয়ার মধ্যে রয়েছেন ৮•৪ শতাংশ শিক্ষার্থী। নোবিপ্রবি সাংবাদিক সমিতির পরিচালিত এক জরিপের মাধ্যমে এ তথ্যটি জানা যায়।১৫ সেপ্টেম্বর থেকে ১৯ শে সেপ্টেম্বর পর্যন্ত নোবিপ্রবি সাংবাদিক সমিতির পরিচালিত এ জরিপে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ৩৫৬ জন শিক্ষার্থী। জরিপে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ৭৪•৭% পুরুষ শিক্ষার্থী এবং ২৫•৩ শতাংশ নারী শিক্ষার্থী।জরিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৩•২ শতাংশ শিক্ষার্থী আগামী ৩ মাসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন চান। ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনে চান ১৮ শতাংশ শিক্ষার্থী।উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকলধরনের রাজনৈতিক কর্মসূচী নিষিদ্ধ। পাশাপাশি নোবিপ্রবি বিশ্ববিদ্যালয় আইনও কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন সংক্রান্ত...