পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, রাজাকার ট্যাগিং দিয়ে কোনো লাভ হবে না। ওই ট্যাগিং, অপপ্রচার ও প্রতিহিংসার রাজনীতি যত দিন বন্ধ না হবে, ততদিন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা বাংলাদেশকে এবার পরিবর্তন করতে চাই। ক্ষমতার চেয়ার বা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাই না। শুক্রবার পিরোজপুরে স্থানীয় রায়েরকাঠী রাজবাড়ীর পথসভায় মাসুদ সাঈদী এসব কথা বলেন। শুক্রবার পিরোজপুরে দিনভর গণসংযোগ করেছেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পিরোজপুর পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া, কুমারখালী, রায়েরকাঠী রাজবাড়ী এলাকা, ঝাটকাঠী ও সিও অফিস এলাকায় গণসংযোগসহ পথসভা করেছেন। মাসুদ সাঈদী বলেন, পাকিস্তানিদের অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে ১৯৭১ সালে বাংলার মানুষ লড়াই করে মাত্র ৯ মাসে বিজয় অর্জন করেছিল। সেই একই লক্ষ্যে চব্বিশের...