চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনার প্রধান ইস্যু থাকবে গাজা। পরিষদের সদস্যভুক্ত দেশগুলোর সব নেতা এখানে আসেন এবং বক্তৃতা দেবেন। কিন্তু এবার অপ্রত্যাশিতভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তাই সম্মেলনে এবার শারীরিকভাবে যোগ দিতে পারছেন না আব্বাস। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সন্ত্রাসের পৃষ্ঠপোষক। তাই প্রেসিডেন্ট আব্বাসকে ভিসা দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন হলেও তা মানতে নারাজ ওয়াশিংটন। এই পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে আব্বাসকে ভার্চুয়ালি উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে। তিনি সাধারণ পরিষদে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। আব্বাসকে বক্তব্য রাখার...