বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে- এটা প্রধান উপদেষ্টা বলেছেন। নির্বাচন কমিশন এটা বলেছে এবং দেশের রাজনৈতিক দলগুলোও চায়। দেশের জনগণ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু কেউ কেউ নির্বাচনকে বানচাল করার জন্য বলছেন- আবার নাকি ওয়ান ইলেভেন আসবে, আবার নাকি দেশে স্বৈরাচারের আবির্ভাব হবে। যারা নির্বাচনের পথ প্রশস্ত করতে ওয়ান ইলেভেনের ভয় দেখান এবং ষড়যন্ত্র করছেন, তারা জোয়ার ভাটার এই দেশে জোয়ারের পানিতে ভেসে যাবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সুশাসনের জন্য, জনগণের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বৈরাচারের বিতাড়িত করার জন্য...