লেখক, গবেষক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমরকে সম্মান আর খ্যাতির মোহ কখনো স্পর্শ করতে পারেনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, “আমরা জানি রাষ্ট্র পুরস্কার দেয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও পুরস্কার দেওয়া হয়। বদরুদ্দীন উমর কোনো পুরস্কারই কখনো গ্রহণ করেননি। “আমরা এটাও দেখি। সংগ্রামের জীবন থেকে অনেকেই বিচ্যুত হন, কিন্তু বদরুদ্দীন বিচ্যুত হননি। তাকে আমরা কখনো হতাশ হতে দেখিনি। তিনি যে পত্রিকা সম্পাদনা করতেন, সংস্কৃতি পত্রিকা।…সেখানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তিনি বলছেন, ‘আমরা একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি’। আবার সেই হতাশায় নিজে ডুবে যাচ্ছেন না। তিনি সেই হতাশার বিপরীতে সংগ্রামের কথা বলছেন। এসব দিক থেকে তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।” ৯৪ বছর বয়সে গত ৭ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বদরুদ্দীন উমর। শুক্রবার...