রাশিয়ার তিনটি সামরিক যুদ্ধবিমান ন্যাটো সদস্য এস্তোনিয়ার আকাশসীমা ১২ মিনিটের জন্য লঙ্ঘন করেছে। শুক্রবার এ ঘটনাকে ‘নজিরবিহীন নির্লজ্জ’ অনুপ্রবেশ বলে মন্তব্য করেছে এস্তোনিয়া। ৯ থেকে ১০ সেপ্টেম্বর ২০টিরও বেশি রাশিয়ান ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশের এক সপ্তাহেরও বেশি সময় পরে এই ঘটনা ঘটলো। এস্তোনিয়া জানিয়েছে, তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে এবং মোট ১২ মিনিট সেখানে অবস্থান করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্গাস সাহকনা বলেছেন, “রাশিয়া চলতি বছর চারবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা অগ্রহণযোগ্য, কিন্তু আজকের লঙ্ঘন, যার সময় তিনটি যুদ্ধবিমান আমাদের আকাশসীমায় প্রবেশ করেছে, নজিরবিহীনভাবে নির্লজ্জ। রাশিয়ার ক্রমবর্ধমান সীমান্ত পরীক্ষা এবং আগ্রাসনের প্রতিক্রিয়া দ্রুত...