এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের বৈঠকের ভিডিও ধারণ করায় পিসিবির প্রতি অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি। পিসিবির বিরুদ্ধে অশোভন আচরণ এবং খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নির্ধারিত এলাকার (পিএমওএ) একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘনের অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কড়া ভাষায় ই–মেইল পাঠান আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা। গত বুধবারের ম্যাচের আগে ওই বৈঠকে পাইক্রফট ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা, প্রধান কোচ মাইক হেসন, টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ও মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি। আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক ওয়াসিম খানও ছিলেন সেখানে। গিলানি যখন ওই বৈঠকের ভিডিও করার চেষ্টা করেন, তখন তাকে বলা হয় যে...