এতে অন্তত আহত হয়েছে দুই বাসের ২৫-৩০ জন যাত্রী। এর মধ্যে আলী হায়দার (২৩), ইসমাইল (২৯), জালাল উদ্দীন (২৫), নুর বানু (১৮), মানিক (২৩), আলমগীর (২৩), প্রফেসর আহমদ কবির (৪৮), আসিফ (৩০), ইসফাকুল ইসলাম সৌরভ (১৯), নাছির উদ্দীন (৪৫), নাঈম উদ্দিন (২২), আলিফ (২২), সৌরভ (১৯), ছেনুয়ারা বেগম (৪৮), মনোয়ারা বেগম (৪০), লুৎফুরনেছা (৩৫), আকবর আলী (৪৪), নাবিল (১১ মাস), গিয়াস (১৮) ও ফারজানা আকতারকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার পর চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের পটিয়া নয়াহাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হলেও রাতে এ রিপোর্ট লেখাকালীন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ। জানা গেছে, চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস নয়াহাট এলাকায় পৌছলে চট্টগ্রামমুখী একটি সৌদিয়া পরিহবনের...