গতকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচটিতে লঙ্কানরা জিতলেই সেমিফাইনালে উঠতো টাইগাররা। শেষ পর্যন্ত জয় পায় লঙ্কানরা এবং বাংলাদেশকে সঙ্গে নিয়েই সুপার ফোর নিশ্চিত করে দলটি। তবে জয় উদযাপন দীর্ঘস্থায়ী হয়নি, ক্ষণেই রূপ নেয় বিষাদে। ম্যাচশেষেই বড় দুঃসংবাদ পান লঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে ম্যাচ চলাকালেই মৃত্যুবরণ করেন। আর তাতেই শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রিকেট বিশ্বে। বাবার মৃত্যুর খবর পেয়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন ভেল্লালাগে। শেষবারের মতো নিজের বাবাকে দেখতে সেখানে পৌঁছান তিনি। তবে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া শেষেই আবার খেলার উদ্দেশ্যে ফিরেছেন তিনি। আগামীকালের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে আজ রাতেই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। ভেল্লালাগের এমন সিদ্ধান্তকে বাহবা দিয়েছেন লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। ভেল্লালাগের মাঠে ফেরার বিষয়ে সামজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ধর্মসেনা...