জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন বা ভোটের মাঠে অন্য দলের সঙ্গে জোট বা কোয়ালিশন করা কৌশলগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিতে হলে সময়মতো আমরা নেব। কিন্তু আমাদের কারও সঙ্গে এলাইন করে ভাবার সুযোগ নেই। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির জাতীয় সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এতে দলটির বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটির শীর্ষ নেতারা অংশ নেন। এছাড়া এনসিপির অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, অন্য সব দল থেকে আমরা আলাদা। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারছি না বলেই আমরা একটা নতুন রাজনৈতিক দল। আমরা বিএনপি পছন্দ করি না, জামায়াতে ইসলাম সমর্থন করি না, অন্য দলগুলোকেও এই মুহূর্তে বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করছি না। এ কারণেই আমরা সবাই...