শুক্রবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বুলবুল একাডেমি অব ফাইন আটর্স (বাফা) গুলশান-বাড্ডা লিংক রোড শাখার নবীনবরণ ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাফার পক্ষ থেকে আবদুল হাই শিকদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আবদুল হাই শিকদার বলেন, বাংলাদেশ ইন্ডিয়াসহ পশ্চিমা দেশের কাছে সবচেয়ে বেশি যে জায়গায় পরাজিত হয়েছে, সেটি হলো কালচার। এখনো বাংলাদেশের কালচার ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত। আমরা কেন নিজস্ব কালচার দ্বারা সমৃদ্ধ হতে পারছি না। বাংলাদেশে যদি একটিমাত্র কালচারাল বিশ্ববিদ্যালয় গড়ে উঠত, তাহলে সঙ্গীতের চেহারা বদলে যেত। আমার দেশের কালচারের অবস্থা এমন নড়বড়ে থাকত না। তিনি বলেন, এখনো সময় আছে আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে, সমাজ ও সমাজের তরুণদের সুস্থধারার সংস্কৃতিতে ফিরিয়ে আনতে হলে একটি শক্তিশালী কালচারাল...