‘কাউন্টার সেটিং’ দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় ২০ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম)। পাশাপাশি একই অপরাধে আরও ২২৭ জন কর্মকর্তা তদন্তাধীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেআইএম নিশ্চিত করেছে, এই কর্মকর্তারা দেশের বিভিন্ন প্রবেশপথে দুর্নীতির মাধ্যমে অবৈধ আর্থিক লাভের উদ্দেশ্যে সিন্ডিকেট আকারে কাজ করছিলেন। আদালতের রায় এবং দীর্ঘ অভ্যন্তরীণ তদন্তের পর এদের বরখাস্ত করা হয়েছে। ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুক জাকারিয়া শাবান বলেন, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে পেশাদার ব্যবস্থাপনা পর্যায়ের অফিসাররা অন্তর্ভুক্ত নন। তাদের মামলা পরবর্তী পদক্ষেপের জন্য পাবলিক সার্ভিস ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। তিনি জানান, গত বছর বিভাগটির অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গের ২৫৪টি মামলা নিষ্পত্তি করা হয়। চলতি বছর এ পর্যন্ত আরও ১৯৯টি মামলা সমাধান হয়েছে, আর বাকি ৭৪টি মামলা তদন্তাধীন রয়েছে। জাকারিয়া বলেন, আমরা পরিষেবার সততা ও স্বচ্ছতার ক্ষেত্রে কোনো ধরনের আপস...