ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে তিনি ৫ হাজার ২৮৩ ভোট পেয়ে দ্বিতীয় হন। তবে ভোটের ফল ঘোষণার পরও আলোচনায় থাকেন হামিম। ৯ সেপ্টেম্বর নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে তার বাগবিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়ে।এসময় হামিম এই শিক্ষককে পতত্যাগ করতে বলেন। সেসময় মোনামি হামিমকে ধমক দিয়ে বলেন, ‘তুমি জানো আমি কে-আমি আজকে বললে কালকে পতত্যাগ করতে পারি।’ হামিম পাল্টা বলেন, ‘আপনি পদত্যাগ করলে আমার কী?’ এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলে। গত ১১ সেপ্টেম্বর রাতে ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে ‘ফেস দ্য পিপল’ ইউটিউব চ্যানেলে কথা বলেছিলেন তানভীর বারী হামিম ও শিক্ষক শেহরীন আমিন মোনামি।...