এর ফলে ভারতের কোনো বাণিজ্যিক এয়ারলাইন, ব্যক্তিগত উড়োজাহাজ বা সামরিক বিমান আগামী এক মাস পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে না। সর্বশেষ এ নিষেধাজ্ঞা বাড়ানোর মাধ্যমে মোট ২১০ দিন ধরে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকছে। ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার পরই নয়াদিল্লি সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়, যা দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা একটি গুরুত্বপূর্ণ সমঝোতা। এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় উড়োজাহাজের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। ভারতও পাল্টা ব্যবস্থা হিসেবে ৩০ এপ্রিল থেকে পাকিস্তানি উড়োজাহাজের প্রবেশ নিষিদ্ধ করে। ফলে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের একাধিক শহরে অকারণ হামলা চালায়। পাকিস্তান এর...