শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশের চরনরগদীতে জিনারদী ইউনিয়ন বিএনপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় মঈন খান আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, আমরা মানুষের জন্য রাজনীতি করি নিজের জন্য নয়। এই পলাশে আমরা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি, উৎপাদনের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। পলাশে আওয়ামী লীগ যে লুটপাটের রাজনীতি করে গেছে, আমরা বিএনপি সেই লুটপাটের রাজনীতে বিশ্বাস করি না। আমরা বিএনপি আইনের শাসনের বিশ্বাস করি, আমরা সংঘাত, অস্ত্র রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আমরা সততার রাজনীতিতে বিশ্বাস করি, কালো টাকা দিয়ে ভোটাদের প্রভাবিত করে, ভোটাদের মিথ্যা আশ্বাস দিয়ে ঠকিয়ে যারা কালো টাকার রাজনীতি করে সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমরা সৎভাবে রাজনীতি করে বাংলাদেশে গণতন্ত্র...