এ যেন দায়িত্বের কাছে সকল আবেগের জলাঞ্জলি। এক দিকে পিতৃবিয়োগের শোক, অন্যদিকে জাতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপের ট্রপি জেতানোর দায়িত্ব। এমতাবস্থায় কী করবেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে? শেষ পর্যন্ত নিজের আবেগ ও শোককে বিসর্জনই দিলেন। জন্মদাতা বাবাকে চিরতরে হারিয়ে ফেলার শোকের মধ্যেই জাতীয় দলের খেলার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াল্লাগে। জীবনের অন্যতম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের এশিয়া কাপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অলরাউন্ডার। আগামীকাল শনিবার সকালেই দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। গত বৃহস্পতিবার বাবার মৃত্যুতে দেশে ফিরেছিলেন ওয়াল্লালাগে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচেই তিনি খেলার জন্য বিবেচনায় থাকবেন। ওয়াল্লালাগের সফরসঙ্গী হিসেবে রয়েছেন টিম ম্যানেজার মহিন্দা হালাঙ্গোডে। বৃহস্পতিবার রাতেই ২২ বছর বয়সী অলরাউন্ডারের সঙ্গে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীয় মারা যান...