আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাবাকে হারান দুনিথ ওয়েল্লাগে। ম্যাচ শেষে বাবা সুরঙ্গা ওয়েল্লাগের মৃত্যুর খবর পান। পরে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিশেষ ব্যবস্থায় রাতেই কলম্বোতে যান এই স্পিনার। মৃত বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে দলের সঙ্গে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে ফিরছেন ২২ বর্ষী তারকা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে। বলেছে, শুক্রবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে কলম্বো ছাড়ছেন ওয়েল্লাগে। শনিবার সকালে যোগ দেবেন দলের সঙ্গে। বৃহস্পতিবার আবুধাবিতে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন বুকে ব্যাথা অনুভব করেন ওয়েল্লাগের বাবা সুরঙ্গা। পরে কলম্বোর একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান। ম্যাচ শেষে শ্রীলঙ্কার টিম ম্যানেজার ওয়েল্লালাগেকে তার বাবার মৃত্যুর সংবাদ দেন। পরে শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদার সঙ্গে রাতেই আবুধাবি থেকে শ্রীলঙ্কায় যান ওয়েল্লাগে। শুক্রবার রাতে মাহিন্দার সঙ্গে...