মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সুফিবাদের অনুরাগী দার্শনিক ও লেখক ফরহাদ মজহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ‘ভাব বৈঠকি’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাজারের ওপর হামলার মতো ঘটনা দেশের শান্তিপ্রিয় সমাজে অস্থিরতা তৈরি করছে। সাম্প্রতিক সময়ে মাজারের ওপর আক্রমণ করে একটি গোষ্ঠী দেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে চাইছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।’ বক্তারা এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে, আধ্যাত্মিক মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ফরহাদ মজহারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন লেখক জাহিদুল ইসলাম নাহিদ। সভায় বক্তব্য দেন কবি মোহাম্মদ রোমেল,...