ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে স্বজন ও হাসপাতাল স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুরান ঢাকার বংশাল এলাকা থেকে আসা শতাধিক যুবক হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বংশাল থেকে নয় বছর বয়সী একটি শিশুকে বিকালে ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে শিশুটি মারা গেলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে এসে জরুরি বিভাগে ভাঙচুর চালায় ও ট্রলিম্যানসহ অন্যান্য স্টাফদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুইজন ঢামেকেই চিকিৎসাধীন। ঢামেক পুলিশ...