শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টার উপজেলার হাকিমপুর ইউনিয়ন হাজিপুর গ্রামে আসাদুল ঢালি লিচু বাগানে প্রকাশ্যে জুয়ার কোট নিয়ে খেলা করছিল। জুয়ারি হলেন হাজিপুর গ্রামের জামাত আলীর ছেলে শান্তিভোলা (৩৫) ও ঝিনাইদহ জেলার মহপশপুর উপজেলার রমিজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩১) ২ জন কে ভ্রমরমান আদালতের মাধ্যমে ২০ দিনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড ২০০/ জরিমানা করা...