এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে ভারত। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারত আগে ব্যাট করতে নামে। সঞ্জু স্যামসনের ফিফটিতে তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে। জিততে ওমানকে করতে হবে ১৮৯ রান। ভারতের মতো দল ওমানের বিপক্ষে ৮ উইকেট হারাবে সেটা কেউ ভাবেনি। ভারতের যে দশজন ব্যাটসম্যান মাঠে নেমেছিলেন তাদের পাঁচজন কেবল দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে স্যামসন ৪৫ বলে ৩টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৫৬ রান করেন।আরো পড়ুন:ছেচল্লিশে থেমে গেল অভিনেতার জীবনপ্রভাসের ‘কল্কি টু’ থেকে দীপিকা কেন বাদ পড়লেন? উদ্বোধনী ব্যাটসম্যান মাত্র ১৫ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৩৮ রান। তিলক ভার্মা ১৮ বলে ১টি চার ও ২...