টানা বৃষ্টিতে থেমে গিয়েছিল আসর। তবে দীর্ঘ অপেক্ষা নয়, মাত্র ক’দিনের বিরতির পর আবার শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। ১৬ সেপ্টেম্বর দেশজুড়ে খারাপ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল টুর্নামেন্টটি। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবারও গড়াবে বল, আর ফাইনাল হবে ১২ অক্টোবর। গত মৌসুমের পুরো আসর অনুষ্ঠিত হয়েছিল সিলেটে। তবে এবার ক্রিকেটকে দেশের আরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় তিন ভেন্যুতে- সিলেট, রাজশাহী ও বগুড়ায়। ১৪ সেপ্টেম্বর জমকালো সূচনা হলেও শুরু থেকেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।আরো পড়ুন:খারাপ আবহাওয়ায় স্থগিত হলো এনসিএল টি-টোয়েন্টিরাজশাহী-বগুড়া-সিলেটে এনসিএল টি-টোয়েন্টি উদ্বোধনী দিনে রাজশাহীতে ঢাকা মেট্রো বনাম রাজশাহীর ম্যাচে খেলা হয় মাত্র ৫ ওভার। তাতেই মাহফিজুল ইসলাম রবিনের ঝড়ো ইনিংসে জয় পায় ঢাকা মেট্রো। অন্যদিকে, বগুড়ায় সিলেট ও রংপুরের...