রাতভর ঝরল বৃষ্টি। ম্যাচের দিনও মিলল না নিস্তার। প্রকৃতির বাগড়ায় ভেস্তে গেল ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি লড়াই। ডানেডিনে শুক্রবার হওয়ার কথা ছিল তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। কিন্তু বৃষ্টির দাপটে টসই করা সম্ভব হয়নি। দিনের শুরুর দিকে বৃষ্টি না থাকায় মাঠে যেতে পারেন দুই দলের ক্রিকেটাররা। মাঠ ভেজা থাকায় অবশ্য টসের সময় পিছিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরই আবার হানা দেয় বৃষ্টি। অনেকটা সময় অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। এই মাঠেই প্রথম ম্যাচটি ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই ইংলিশদের প্রথম জয়। এর আগে এই সংস্করণে দুইবার দেখা হয়েছিল তাদের, দুটি লড়াইই ছিল বিশ্বকাপে। ২০১০ আসরের...