রাজধানীর বাজারগুলোতে কয়েক মাস থেকেই চড়া সবজির বাজার; দাম কমার কোনো লক্ষণ নেই। কয়েকটি বাদে অধিকাংশ সবজিই ৮০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে, ছোট আকারের ইলিশ মাছের সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা দাম কমেছে। শুক্রবার রাজধানীর মহাখালী ও সাত তলা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই পেঁপে, কুমড়োর মতো হাতে গোনা কয়েকটি সবজি বাদে সব সবজির দামই চড়া। বাজার দুটিতে গ্রীষ্মকালীন সবজির মধ্যে কাঁকরোল, ঝিঙা, কচুর লতি, পটল, চিচিঙ্গা, ধুন্দুল, ঢেঁড়স ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর, করলা, বরবটি, বেগুন প্রকারভেদে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শীতের এখনো অনেকটা সময় বাকি থাকলেও বাজারে কিছু শীতকালীন সবজিও মিলছে। এর মধ্যে শিম মানভেদে ১৮০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। সাত তলা বাজারে সবজি কিনতে...