‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ রাষ্ট্রীয় পররাষ্ট্রনীতি ভুলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়ে উঠেছিলেন শ্রীলঙ্কার পরম বন্ধু। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় ছিল বাংলাদেশের কোটি ভক্তের চাওয়া। কারণ তাতেই যে বাংলাদেশের জন্য খুলে যাবে সুপার ফোর-এর দরজা। হয়েছেও তাই, শ্রীলঙ্কা হারিয়েছে আফগানদের। সুপার ফোর পর্বে পৌঁছে গেছে বাংলাদেশ। সুপার ফোরে দুবাইতে শনিবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা, যাদের জন্য মাত্র কয়েক ঘণ্টা আগেই সামাজিক মাধ্যমে শুভ কামনার স্রোত বইয়ে দিয়েছিল বাংলাদেশের দর্শকরা! একটা সময় ক্রিকেট কূটনীতির জগতে শ্রীলঙ্কা ছিল বাংলাদেশের পরম মিত্র। ভারত ও পাকিস্তান, এশিয়ার দুই শক্তিশালী ক্রিকেট দলের পাশে শ্রীলঙ্কা ছিল দুর্বল এক দল। সেই শ্রীলঙ্কা ১৯৯৬ সালে চমক দেখিয়ে জিতে নেয় বিশ্বকাপ, এরপর ধীরে ধীরে সিংহল দ্বীপ থেকে উঠে এসেছেন অনেক কিংবদন্তি, একাধিক বিশ্ব আসরের ফাইনাল...