রাজধানীর মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসানসহ তিন পুলিশ কর্মকর্তাকে শুক্রবার বিকেলে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রশাসনিক কারণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যাহার হওয়া অপর দুই কর্মকর্তা হলেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) রাকিবুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। শুক্রবার রাতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রত্যাহার করা তিন পুলিশ কর্মকর্তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির একাধিক সূত্র জানায়, ডিএমপির কাছে গোপন তথ্য ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আজ ঢাকাজুড়ে ঝটিকা মিছিল বের করবেন। ওই তথ্যের ভিত্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নির্দেশনায় অপরাধ...