আমিশা জানান, এখনো তিনি বিয়ের ধারণাতে আগ্রহী। অভিনেত্রী বলেছেন, ‘আমি বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, যতক্ষণ না আমি উপযুক্ত কাউকে পাই। ওই যে বলে না ‘ইচ্ছে থাকলেই উপায় হয়।’ তাই যে ব্যক্তি আমাকে পাবে সে মকে পে চকা মার দেগা। সেই আমার মনের মানুষ হবে। আমি এখনো অনেক ধনী পরিবারের কাছ থেকে নানা ধরণের প্রস্তাব পাই। আমার বয়সের অর্ধেক বয়সী মানুষ আমাকে ডেটে নিয়ে যেতে চায়, এবং আমি এর জন্য উন্মুক্ত কারণ একজন পুরুষকে মানসিকভাবে পরিপক্ক হতে হবে। আমি আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষের সঙ্গে দেখা করেছি যাদের বুদ্ধিমত্তা একটি মাছির মতো।’ ৫ বছরের বিরতির পর ২০২৩ সালে সানি দেওলের সঙ্গে ‘গদর ২’ ছবি দিয়ে বড় পর্দায় ফিরেন আমিশা। ছবিটি ব্লকবাস্টার হয় এবং বক্স অফিসে বিশ্বব্যাপী ৬৮৬ কোটি রুপি আয়...