জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নিয়ম বহির্ভূতভাবে এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা সেই ১৫ নং ছাত্রী হল (সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে হলের প্রভোস্ট ও সংসদের সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি শপথবাক্য পাঠ করান। নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা হয়েছেন— সহ সভাপতি (ভিপি): অর্থনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ শারমিন খাতুন, সাধারণ সম্পাদক (জিএস): প্রাণীবিদ্যা বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মেহনাজ মোহনা, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস): মার্কেটিং বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানা বিনতে রহমত, রিডিং রুম সম্পাদক: লোক-প্রশাসন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা রুপা, ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক: নৃবিজ্ঞান বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী...