অবরোধ চলাকালে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ারুল ইসলাম জানান, বিকেল ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) বেতন দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এ বিষয়ে জানতে চাইলে লাভেলো আইসক্রিম কারখানার এডমিন ম্যানেজার আবু তাহের...