সুদানের প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) পশ্চিমাঞ্চলের এল-ফাসের শহরের একটি মসজিদে ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৭৫ জন নিহত হয়েছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভয়াবহ এ হামলা হয়। আরএসএফের সেনারা দারফুরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এমন সময় এ ড্রোন হামলার ঘটনা ঘটল।বার্তাসংস্থা ফ্রান্স২৪ স্থানীয় স্বেচ্ছাসেবক গ্রুপ ‘ইমার্জেন্সি রেসপন্স গ্রুপের’ বরাতে জানিয়েছে, বাস্তুচ্যুতদের আবু সোউক ক্যাম্পের মসজিদে এ হামলা হয়। যা রাজধানী দারফুরের উত্তর দিকে অবস্থিত।এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, “মসজিদের ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।”হামলার ব্যাপারে আরএসএফ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।এল-ফেসার শহরটি গত ১৮ মাস ধরে আরএসএফের অবরোধের মুখে রয়েছে। যা সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুরের শেষ অঞ্চল। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়।শহরটির পতন হলে পুরো অঞ্চলটি...