পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি হওয়ার দুই দিন পর ভারত জানিয়েছে, তারা আশা করে সৌদি আরব দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতার বিষয়টি মাথায় রাখবে। সৌদি আরব ও পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান বুধবার ওই চুক্তি সই করেছে। ভারতের ‘বন্ধু’ দেশ সৌদি আরব। আর সেই সৌদি আরবের সঙ্গেই এই চুক্তি করে ফেলেছে ভারতের শত্রু দেশ পাকিস্তান। চুক্তির খুব কম তথ্যই প্রকাশ হয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, পাকিস্তানের সঙ্গে এই চুক্তি করার অর্থ হতে পারে, এর মাধ্যমে কার্যত একটি পারমাণবিক ঢাল পাবে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অস্থিরতার মধ্যে এবং প্রাণঘাতী একটি ভারত-পাকিস্তান সংঘাতের (অপারেশন সিঁদুর) কয়েক মাস পর এই চুক্তি হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, যে কোনও একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন হলে তা উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন বলে গণ্য হবে। ফলে চুক্তিটির খবর...