ত্রুটি থাকলেও উচ্চকক্ষে পিআর ও নিম্নকক্ষে আসনভিত্তিক নির্বাচনের পক্ষে অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, “দুটোতেই কমবেশি ত্রুটি থাকলেও আমরা এই দুটি পদ্ধতি গ্রহণ করেছি।” শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সময় মেহেরপুরের গাংনী উপজেলা সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘নির্বাচনের কোনো বিকল্প নেই’ জানিয়ে তিনি বলেন, “একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া একটি দেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে না। “আমরা আশা করছি, সকলের অংশগ্রহণে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।” গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। সভায় আরও বক্তব্য দেন, সুজনের মেহেরপুর...