কুড়িগ্রামের উলিপুরে সাম্য ও সম্প্রীতির সেতুবন্ধনে উজ্জীবিত হোক দুর্গোৎসব এমন স্লোগানকে আদলে নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিন ঘটিকায় উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, ফিরোজ কবির কাজ, সোহেল রানাসহ বিভিন্ন পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য সচিব স্বপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতির এ মতবিনিময় সভায় উপজেলার ১১২ টি পূঁজা মন্ডপের অধিকাংশ মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সকলের জীবনের প্রতিটি মুহুর্ত যেন সুন্দর, সম্পৃতির, মসৃণ ও সুখময় হয় এ আলোকে বক্তব্য রাখেন, কিরণ চন্দ্র রায়, দিলীপ কুমার সরকার,...