চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরের হালিশহর, ডবলমুরিং ও বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মো. সাইদুল ইসলাম (২৮) ও হাজি মো. নুরুল হুদা (৫৭)। অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা সরকারবিরোধী সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। তাদের মোবাইল ফোন থেকে সরকারবিরোধী নানা তথ্য,...