ব্রিটিশ এমপি ও সাবেক শ্রম মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশি কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে ভুয়া নথি তৈরি করেছে। তার দাবি, এসব নথি দিয়ে তাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত তথ্যে বলা হয়, টিউলিপ সিদ্দিক একটি বাংলাদেশি পাসপোর্ট (২০০১ সালে, বয়স তখন ১৯ বছর) এবং একটি জাতীয় পরিচয়পত্র (২০১১ সালে) করেছিলেন। এমনকি নথিতে উল্লেখ আছে যে তিনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নবায়নের আবেদনও করেছিলেন। কিন্তু টিউলিপ সিদ্দিক এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার মুখপাত্র বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ প্রায় এক বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্যে টিউলিপ সিদ্দিককে কলঙ্কিত করার চেষ্টা করছে। তারা এখন জাল নথি তৈরি করেছে। এগুলো একেবারেই ভুয়া এবং জালিয়াতির সব চিহ্ন এতে বিদ্যমান। টিউলিপের ঘনিষ্ঠজনেরা বলছেন, নথিগুলোর ভেতরে অনেক অসঙ্গতি...