বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ফ্রেরুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ বিগত সময়ে একবার দিনে, একবার রাতে নির্বাচন হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কোনো ষড়যন্ত্রই আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে শিক্ষক-কর্মচারী জেলা সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বিএনপি যে কোনো সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। ৭১ সালে যে দলের স্বাধীনতা ঘোষণা করার কথা, যে দলের যুদ্ধ করার কথা- তারা স্বাধীনতা ঘোষণা করেনি। কেউ আত্মসমর্পণ করেছেন, কেউ নদী পার হয়ে পালিয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ষোষণা করেছেন এবং অস্ত্রহাতে যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন করে ব্যারাকে ফিরে গেছেন।ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসতেন। তাকে বন্দি অবস্থা...