খড়-কাদা মাটি দিয়ে প্রথমে তৈরি হয়েছে প্রতিমার অবয়ব। এরপর রং-তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে মৃন্ময়ী রূপ- এসব কাজে পুরুষদের দেখেই অভ্যস্ত সবাই। কিন্তু এখন নারীরাও করছেন এই কাজ। নারী শিল্পীর হাতে একতাল কাদা মাটি রূপ পাচ্ছে মূর্তিতে। রং-তুলির ছোঁয়ায় প্রতিমা হয়ে উঠছে ‘মৃন্ময়ী’। আর তাদের তৈরি অলঙ্কার গায়ে জড়িয়ে প্রতিমা হয়ে উঠে অপরূপ সুন্দর; দৃষ্টিনন্দন, জ্যোতির্ময়ী। ভারতে অনেক আগে থেকেই নারী শিল্পীরা প্রতিমা তৈরির কাজ করছেন। আমাদের দেশে ঠিক কবে থেকে এই ধারা চলছে তা বলা মুশকিল। তবে দিন দিন নারী প্রতিমা শিল্পীর সংখ্যা বাড়ছে। শরীয়তপুরে এমন অন্তত ২০ জন নারী প্রতিমাশিল্পী আছেন যারা দুর্গা প্রতিমা ছাড়া বিভিন্ন পূজা-পার্বণে প্রতিমা তৈরি করেন। তাদের মধ্যে শরীয়তপুর সদরের পশ্চিম কোটাপাড়া এলাকায় রয়েছেন ঝর্ণা পাল (৩৮) ও জোৎস্না রানী পাল (৪২)। সম্পর্কে তারা...